ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে রোমান সানা আজ জয় পেয়েছেন। ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন তিনি।
টোকিও অলিম্পিকে আর্চারির রিকার্ভ এককের র্যাংকিং রাউন্ড অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী দিনে। এবার এলিমিনেশন পর্ব হলো। এই পর্বের জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হয় রোমানের। কেননা কয়েকদিন বিরতি দিয়ে হচ্ছে এলিমিনেশন পর্ব।
আজ থেকে শুরু হয়েছে এই পর্বের খেলা। বাংলাদেশের আরচার রোমান সানা এলিমিনেশন রাউন্ডে খেলেছেন ইংল্যান্ডের টম হলের সঙ্গে। তাকে হারিয়ে সানা এখন শেষ ৩২ এ । এরপর লড়বেন শেষ ষোলোর জন্য। প্রচন্ড গতির বাতাসের মধ্যেই শেষ অনুশীলন করেছেন তিনি। আবহাওয়াকে খুব বেশি প্রতিবন্ধক মনে করা হচ্ছে না।
দ্বিতীয় রাউন্ডে রোমান খেলবেন কানাডার ক্রিস্পিন দুয়েনাসের বিপক্ষে। আজই ১১টা ৪৫ মিনিটে দ্বিতীয় রাউন্ডের খেলা। দেখা যাক সানা এখানে পারেন কিনা।