স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরাকে এগার মাসের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে এই বিদেশি কোচ ঢাকায় এসে পৌঁছেছেন।
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ মাধ্যমের সঙ্গে নতুন এই কোচ কে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া হয়। এই পরিচয়পর্বে বাংলাদেশ জাতীয় দলকে ঘিরে নিজের আশা-প্রত্যাশা ও পরিকল্পনারকথা ব্যক্ত করেন কাবরেরা।
তিনি জানান,ধাপেধাপে এগুতে চান। এজন্য আগে খেলোয়াড়দের দেখতে চান। আগামী মার্চে ফিফা উইন্ডো রয়েছে। এ সময় খেলোয়াড়দের যাছাই করতে পারবেন তিনি। এরপর এশিয়ানকাপ বাছাইপর্ব নিয়ে ভাববেন কাবরেরা। নতুন কোচ আশা করছেন এশিয়ান কাপের বাছাইয়ে লড়াকু মনোভাব নিয়ে যেতে পারবেন।