নতুন বছরে নতুন শুরুর আশা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ৩১, ২০২১, ০৯:৪২ পিএম

নতুন বছরে নতুন শুরুর আশা বাংলাদেশের

করোনা ভাইরাস বিশ্বের আর সব ক্ষেত্রের মতো থাবা বসিয়েছিল ক্রিকেটেও। কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রিকেট বিশ্বও খাপ খাইয়ে নিয়েছে এই ভাইরাসের সঙ্গে। ফলে পুরোদমে শুরু না হলেও বেশকিছু বিধিনিষেধসহ চলছে বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ ‍ক্রিকেটও এর ব্যাতিক্রম নয়।

ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়েই যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে বছর শেষে এবং নতুন বছরের শুরুতেই নতুন শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক সৌরভ।  

দেখতে দেখতে শেষ হতে চলেছে ২০২১ সাল। রাত ১২টার পরপরই নতুন বছরকে স্বাগত জানাবে পুরো বিশ্ব। ক্রিকেট দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় বাংলাদেশও। বছরের প্রথম দিনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সাদা পোশাকে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বছরের শুরুতে প্রথম টেস্টে ভালো শুরু করার আশার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

মাউন্ট মঙ্গানুইতে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে আগামীকাল শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

মূল লড়াই শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক নিজের প্রত্যাশা নিয়ে বলেন, ‘নতুন বছর নিয়ে আমি রোমাঞ্চিত। আমরা শুরুটা ভালো প্রত্যাশা করছি। শুরুতেই যদি ভালো হয়, সামনের সময়টাতে ভালো যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ভালো কিছু আশা করছি নতুন বছরে। বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। আগে যে ভুল করেছি, সেগুলো শোধরানোর চেষ্টা করব।’

সাদা পোশাকে ২০২১ সালে মোটেই ভালো যায়নি বাংলাদেশের। সবমিলিয়ে ২০২১ সালে সাত টেস্টের পাঁচটিতে হারে বাংলাদেশ। স্রেফ একটিতে জয় পায়, আর একটিতে ড্র হয়।

নতুন বছরের চিন্তা নিয়ে মুমিনুল বলেন, ‘২০২২ সালে আমাদের লক্ষ্য কী হবে তা চিন্তা করছি না। আমার লক্ষ্য আপাতত এই সিরিজ। আগামী বছর অনেক খেলা আছে। তাই ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোনো উচিত।’

Link copied!