মার্চ ১৪, ২০২২, ১০:৪৮ এএম
১৯৯৯ সালে বাংলাদেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েছিল। সেবার তারা পাকিস্তানকে হারিয়েছিল। এবার নারী দলও প্রথমবার খেলতে গেছে বিশ্বকাপ। আর এবার নারী দল তাদের প্রথম বিশ্বকাপে হারাল পাকিস্তানকে। নারী দল এবারই প্রথম বিশ্বকাপ খেলতে গেছে।
২৩৫ রানের টার্গেট ছিল। পাকিস্তান ২২৫ রানে থেমেছে। বাংলাদেশ এই বিশ্বকাপেও প্রথম জয় পেয়েছে। আগের দুটি ম্যাচে তারা হেরেছে। পাকিস্তান ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে। বাংলাদেশ ৩ ম্যাচের ২টিতে হারলেও ১টিতে জিতল। ৯ রানের অসাধারণ জয়। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে দারুণ স্মৃতি উপহার দিলেন সালমারা।
পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিয়েছিল। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দারুণ করেছে। শারমিন আকতার ৪৪ ও ফারজানা ৭১ রান করেছেন। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকেও এসেছে ৪৬ রান।
জবাবে পাকিস্তান ভালই জবাব দিয়েছে। ১৫৫ রানে তাদের ২ উইকেট ছিল। সেখান থেকে ৯ উইকেটে ২২৫ রানে থেমেছে তারা। পাকিস্তানের সিডরা আমিন ১০৪ রান করেছেন। সেঞ্চুরিও করেও দলকে জেতাতে পারেননি তিনি। ১৮৩ রানে ২ উইকেট ছিল পাকিস্তানের। তখন ৪২ ওভার চলে। তারপরও পাকিস্তানকে জিততে দিলেন না ফাহিমা।
ফাহিমা খাতুন ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তিনি ম্যাচসেরা হন।