নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারাল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২১, ০৫:৫৫ পিএম

নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারাল ভারত

মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারাল ভারত। আর এই জয়ে ২ টেস্টের সিরিজ ১-০ তে নিশ্চিত করেছে স্বাগতিকরা। প্রথম টেস্ট ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছিল। তবে এই টেস্টে এজাজ প্যাটেলের রেকর্ড ১০ উইকেট অর্জন (এক ইনিংসে) ও  অন্যতম বেস্ট বোলিং ফিগার মনে রাখবে সবাই। দ্বিতীয় ইনিংসেও তার ৪ উইকেট ছিল। মজার ব্যাপার হচ্ছে এজাজের জন্ম এই মুম্বাইয়েই। অবশ্য খেলেন নিউজিল্যান্ডের হয়ে। 

ভারত জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৫৪০ রানের টার্গেট দেয়। জবাবে নিউজিল্যান্ড আজ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ১৬৭ রানে অলআউট হয়। অশ্বিন ও জয়ন্ত যাদব সমান ৪টি করে উইকেট নেন। এছাড়া অশ্বিন টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের মাইলফলকেও পা রেখেছেন। 

ভারত এই টেস্টের প্রথম ইনিংসে ৩২৫ রান তুলেছিল। জবাবে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানে অলআউট হয়। ভারত সফরকারীদের ফলোয়নে না ফেলে নিজেরাই ব্যাট করতে নেমে যায়। ভারতের আগারওয়াল প্রথম ইনিংসে ১৫০ ও পরের ইনিংসে ৬২ রান করেছেন। তিনি ম্যাচসেরা হন। এই সিরিজে ১৪ উইকেট নেওয়ায় সিরিজ সেরা হন অশ্বিন।  

এর আগে গতকাল ভারতের মাটিতে সফরকারী বোলার হিসেবে ম্যাচে সেরা বোলিংয়ের নয়া রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল।

চলমান মুম্বাই টেস্টে ৭৩ দশমিক ৫ ওভারে ২২৫ রানে ১৪ উইকেট শিকার করেছেন প্যাটেল। ভারতের মাটিতে ম্যাচে কোন সফরকারী বোলারের এটিই সেরা বোলিং ফিগার।

এতোদিন এই রেকর্ডটি নিজের আয়ত্বে রেখেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথাম। ১৯৮০ সালে এই মুম্বাইতেই ৪৮ দশমিক ৫ ওভারে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন বোথাম। ৪১ বছর পর বোথামের রাজত্ব দখলে নিলেন প্যাটেল।

এই টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৪৭ দশমিক ৫ ওভার বল করে ১১৯ রানে ১০ উইকেট নেন প্যাটেল। এতে ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার ইতিহাস গড়েন প্যাটেল। দ্বিতীয় ইনিংসে ২৬ ওভারে ১০৬ রানে ৪ উইকেট নেন প্যাটেল। এতে ম্যাচে তার বোলিং ফিগার দাঁড়ায় ২২৫ রানে ১৪ উইকেট।

Link copied!