আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। আসন্ন লিগে নিজেদের মাঠেই খেলবে দেশের আলোড়ন সৃষ্টিকারী ফুটবল কাব বসুন্ধরা কিংস। পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লিগের খেলা বসন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ ম্যাচটি বসুন্ধরা কিংসের হোম ভেন্যু।
বাংলাদেশের ক্লাব ফুটবলের ইতিহাসে কোনো এমন ঘটনা এই প্রথম। কোনো ক্লাব নিজেদের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেনি। অবশ্য অনুশীলন করে। তবে বসুন্ধরা নতুন নজির স্থাপন করতে যাচ্ছে।
সালাম মুর্শেদী জানান, আমাদের সঙ্গে কথা হয়েছে বসুন্ধরা কিংসের প্রতিনিধির সঙ্গে। ফুটবল সমর্থকরা যেন নির্বিঘেœ খেলা দেখতে পাওে সেই ব্যবস্থা করবেন তারা। বসুন্ধরা কিংসের প্রতিনিধি হিসেবে ছিলেন আহমেদ শায়েক। তিনি জানান, বসুন্ধরা কিংসের মাঠের গ্যালারির ধারণ মতা মূলত ১৪ হাজার। তবে এখন আপাতত ১০ হাজার।