টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। চট্টগ্রামের সাগরিকায় আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের দ্বিতীয় ঘন্টায় এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
আসিথা ফার্নান্দোর বলে ২ রান নিয়ে ৫ হাজার রান পার হয়ে যান। ক্যারিয়ারের ৮১তম ম্যাচে ৫ হাজারী ক্লাবে নাম লেখালেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটারও এই অভিজ্ঞ ক্রিকেটার।
মাইলফলক থেকে ১৫ রান দূরে থেকে আজ খেলতে নেমেছিলেন মুশফিক। এই ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় আছেন তামিম ইকবালও। ১৯ রানে দূরে আছেন এই বাঁহাতি ওপেনার।
বাংলাদেশ ৩ উইকেটে ৩১৮ রানে তৃতীয় দিন শেষ করেছিল। আজ বৃষ্টির জন্য সকালে ৩০ মিনিট দেরিতে খেলা শুরু হয়। চা বিরতিতে বাংলাদেশ ৬ উইকেটে ৪৩৬ রানে গেছে। ৩৯ রানের লিড হয়েছে। মুশফিক ১০৪ রানে খেলছেন। লিটন ৮৮ রানে আউট হয়েছেন।
শ্রীলংকা প্রথম ইনিংসে ৩৯৭ রান তুলেছিল। জবাবটা ভালই দিল বাংলাদেশ। তবে আজ টেস্টের চতুর্থ দিন। চরম নাটকীয়তা অপেক্ষা করছে।