পুজারা বাদ, জায়গা পেলেন জসওয়াল

স্পোর্টস ডেস্ক

জুন ২৪, ২০২৩, ০২:০৩ এএম

পুজারা বাদ, জায়গা পেলেন জসওয়াল

চেতেশ্বর পূজারাকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট দলে নতুন মুখ দুই ব্যাটার  জয়সওয়াল ও ঋুতুরাজ গায়কোয়াড় এবং পেসার মুকেশ কুমার। বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামিকে। বাদ পড়েছেন পেসার উমেশ যাদব। 
টেস্ট দলের সাথে ওয়ানডে দলও ঘোষনা করেছে বিসিসিআই। দলে ফিরেছেন সঞ্জু স্যামসন, গায়কোয়াড়। এখানেও নতুন মুখ মুকেশ। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের দলকেই নেতৃত্ব দিবেন রোহিত শর্মা।

আগামী ১২ জুলাই থেকে দুই ম্যাচের টেস্ট ও ২৭ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ৩ আগস্ট থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল। 
 

ভারত টেস্ট দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকত এবং নবদীপ সাইনি।
 

ভারত ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকত এবং মুকেশ কুমার। 

Link copied!