ছবি: দৈনিক প্রথম আলো
বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই ক্রিকেটপাড়ার মূল আলোচনার বিষয় এটই। এসবের মাঝে এমনও গুঞ্জন ওঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন তামিম।
যদিও শেষ পর্যন্ত সেটা সত্যি হয়নি। তবে এবার সত্যিই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন তামিম। সাথে আছেন মাশরাফি বিন মোর্ত্তজা।
শুক্রবার (৭ জুলাই) বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেয়া বাংলাদেশের এই ক্রিকেটার।
এদিকে বৃহস্পতিবার অবসরের ঘোষণা দিয়ে সকালেই (শুক্রবার) চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
ঢাকায় ফিরে ১৮ জুলাই পারিবারিক সফরে তামিম চলে যাবেন দুবাই। সেখানে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর পর আবারও দেশে ফিরবেন সাবেক এই ক্রিকেটার।