লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। আজ চুক্তি করার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক সমস্যা ও স্পেনের লা লিগার জটিল নিয়ম কানুনের জন্য মেসিকে হারাতে হলো কাতালান ক্লাবটির।
এদিকে গুঞ্জন রয়েছে লিওনেল মেসি ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিচ্ছেন। যেখানে ব্রাজিলের নেইমার খেলছেন।
বার্সেলোনার ক্লাব একটি বিবৃতি দিয়েছে । সেখানে লিখেছে,‘ বার্সেলোনা ও লিওনেল মেসির মধ্যে ইচ্ছা ছিল নতুন চুক্তিতে পৌঁছানোর। কিন্তু অর্থনৈতিক জটিলতা ও স্প্যানিশ লা লিগার বাধায় সেটা সম্পন্ন করা গেল না। এমন পরিস্থিতিতে লিওনেল মেসি বার্সেলোনার সাথে থাকতে পারেন না। মেসির চাহিদাও ক্লাব পূরণ করতে পারেনি। বার্সেলোনা মেসি পেশাগত ও ব্যাক্তিগত জীবনের সাফল্য কামনা করছে।’
শৈশবে এই ক্লাবে যোগ দিয়েছিলেন। দীর্ঘ দিনের সম্পর্ক চ্যুত হলো। ২০০০ সালে এই ক্লাবে এসে একাডেমিতে ভর্তি হন। ২০০৪ সাল থেকে সিনিয়র লেভেলে খেলছেন। ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। বার্সেলোনার ইতিহাসে শ্রেষ্ঠ্য ফুটবলার লিওনেল মেসি। সেই মেসি ক্লাব ছাড়তে বাধ্য হলেন।
বিস্তারিত আসছে..........