বিসিবি থেকে ‘সরে যাচ্ছেন’ আকরাম খান

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২১, ০১:১৭ এএম

বিসিবি থেকে ‘সরে যাচ্ছেন’ আকরাম খান

ঘটনার সূত্রপাত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম খানের এক ফেসবুক পোস্ট ঘিরে। সোমবার (২০ ডিসেম্বর) নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান।’

এরপরই গুঞ্জন ক্রিকেট পাড়ায়। সবার একই প্রশ্ন, সত্যিই কি বিসিবি ছাড়ছেন আকরাম খান? আকরাম নিজে এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানানি।

সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টে সাবিনা জানান, পারিবারিক কারণে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম।

ফেসবুক পোস্টের পর আকরাম খানের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিয়ে কথাও বলেন সাবিনা আকরাম। তিনি বলেছেন, “এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত। ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকলো আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। এই কারণেই এমন সিদ্ধান্ত।”

২০১৪ সালে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে প্রথমবার ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব নেন আকরাম । কিন্তু ২০১৫ সালের অক্টোবরে তাকে সরিয়ে নাঈমুর রহমান দুর্জয়কে চেয়ারম্যান করা হয়। যদিও চেয়ারটি ফিরে পেতে সময় লাগেনি আকরামের, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাবেক এই অধিনায়ককে আবারও চেয়ারম্যান করা হয়। এরপর টানা ছয় বছর ধরে ক্রিকেট পরিচালনা বিভাগ সামলে আসছিলেন তিনি। 

Link copied!