শ্রীলংকা সরকারের চেয়েও দেশটির ক্রিকেট বোর্ড বড় দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেছেন লংকার সাবেক ক্রিকেট অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বিশ্বকাপ জয়ী অধিনায়ক বেজায় চটেছেন। তিনি মনে করেন, শ্রীলংকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা দেশের ক্রিকেট বোর্ড।
দুর্নীতির কারনেই দেশের ক্রিকেটের এমন করুণ দশা। কয়েক বছর ধরে ক্রিকেট অঙ্গনে সাফল্যের ধারায় নেই শ্রীলংকা। বর্তমানে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে সপ্তম, ওয়ানডেতে অষ্টম ও টি-টোয়েন্টিতে নবম স্থানে রয়েছে শ্রীলংকা। র্যাংকিং বলে দিচ্ছে, সাফল্যের ধারাটা একেবারেই নিম্নমুখী।
অথচ ১৯৯৬ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জিতে শ্রীলংকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। এছাড়া টানা দু’টি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও খেলেছে লংকানরা। অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে প্রথম ওয়ানডে বিশ^কাপ জয়ের পর মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের পারফরমেন্সে বিশ্ব ক্রিকেটে বড় দল ছিলো শ্রীলংকা। কিন্তু তাদের অবসরের পর গেল কয়েক বছর ধরে ছন্নছাড়া শ্রীলংকার ক্রিকেট। লংকান ক্রিকেটের এমন অবস্থার জন্য দেশের বোর্ডের দিকে আঙুল তুলেছেন রানাতুঙ্গা।
বর্তমানে ভারত সফরে কর্ণাটকের অলিম্পিক ভবনে এক অনুষ্ঠানে দেশের ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে রানাতুঙ্গা বলেন, ‘শ্রীলংকা ক্রিকেটের পুরো বিষয়টি হলো অব্যবস্থাপনার ও অপেশাদারিত্বের। এ কারণেই দেশের ক্রিকেটে সংকট দেখা দিয়েছে। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা ক্রিকেট বোর্ড। তারা দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান।’