লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি সর্বোচ্চ গোল করার জন্য করিম বেনজেমার হাতে ব্যালন ডি‘অর দেখতে চান মেসি। এই আর্জেন্টাইন রেকর্ড ৭ বারের জয়ী। আগামীকাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো জয়ী ইতালির সঙ্গে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার লড়াই। তার আগে চ্যাম্পিয়নস লিগ ও বেনজেমা প্রসঙ্গে কথা বলেছেন মেসি।
আর্জেন্টিনার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘এই মৌসুমে বেনজেমা যে চোখধাঁধানো ফুটবল খেলেছে তাতে কোনও সন্দহ নেই যে, ও-ই বালন ডি‘অর সম্মানের যোগ্য দাবিদার। তা ছাড়া বেনজেমার সাফল্যের ঝুলিতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগও।’ সেখানেই না থেমে মেসি আরও বলেছেন, ‘এ বারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্ব থেকে বেনজেমাই কিন্তু সেরা কান্ডারি ছিল দলকে এগিয়ে নিয়ে যেতে। কোনও সন্দেহ নেই, এই ফুটবল মৌসুম ছিল ওরই।
মেসি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হারের ঘটনা তিনি এখনও ভুলতে পারেননি। মেসির কথায়, ‘রিয়াল মাদ্রিদ ম্যাচটা যেন আমাদের জীবন শেষ করে দিয়েছিল। ড্রেসিংরুমে আমরা যেন মৃতপ্রায় হয়ে গিয়েছিলাম।” যোগ করেছেন, ‘একটা আশা আমাদের ছিল যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি।’
আর্জেন্টিনীয় তারকার উপলব্ধি, ‘সেরা দল যে প্রত্যেক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, এমন তো হতে পারে না। আমি রিয়াল মাদ্রিদের কৃতিত্বকে কোনও অবস্থায় খাটো করতে পারব না। তবে ওরা সেরা দল না হয়েও প্রতিযোগিতায় বাকি সমস্ত দলকে হারিয়ে খেতাব ছিনিয়ে নিয়েছে।’