বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

ভারত চাপে রয়েছে

স্পোর্টস ডেস্ক

জুন ৯, ২০২৩, ০৫:২২ এএম

ভারত চাপে রয়েছে

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে নাকাল ভারত। ওভালে অবশ্য রবিন্দ্র জাদেজা ও রাহানের ব্যাটে যা একটু স্বস্তি। নইলে লেজেগোবরে পরিস্থিতি হতো। বৃহস্পতিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনের খেলা ছিল। ভারত ৫ উইকেটে ১৫১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এখনো তারা অস্ট্রেলিয়া থেকে ৩১৮ রানে পিছিয়ে।

অজিনকা রাহানে ২৯ ও ভরত ৫ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়া এই টেস্টে কমান্ডিং পজিশনে রয়েছে। ভারতের টপ অর্ডার ব্যর্থ। রোহিত ১৫, গিল ১৩, পুজারা ১৪, কোহলি ১৪ রানে আউট হন। জাদেজা ৫১ বলে ৪৮ রান করে আউট হন।  
এর আগে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১২১ দশমিক ৩ ওভারে ৪৬৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
গতকাল থেকে  ওভালে শুরু হওয়া ফাইনালের প্রথম দিন ৮৫ ওভারে ৩ উইকেটে ৩২৭ রান করেছিলো অস্ট্রেলিয়া। হেড ১৪৬ ও স্মিথ ৯৫ রানে অপরাজিত ছিলেন।
আজ দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। শেষ পর্যন্ত ১৯টি চারে ২৬৮ বলে ১২১ রানে আউট হন স্মিথ। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির স্বাদ হেড থামেন ১৬৩ রানে। ১৭৪ বল খেলে ২৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
এছাড়া অস্ট্রেলিয়ার পক্ষে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ৪৮, ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৩ ও মার্নাস লাবুশেন ২৬ রান করেন। ভারতের তিন পেসার মোহাম্মদ সিরাজ ৪টি, মোহাম্মদ সামি-শারদুল ঠাকুর ২টি করে ও স্পিনার রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন।
 

Link copied!