মোস্তাফিজ ভাই কোচের মতো: শরিফুল

ক্রীড়া ডেস্ক

জুলাই ২৫, ২০২১, ১১:০৩ এএম

মোস্তাফিজ ভাই কোচের মতো: শরিফুল

 

জাতীয় দলের তরুণ পেসার শরিফুল ইসলামের কাছে মোস্তাফিজুর রহমান কোচের মতো। আজ এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন। দ্য রিপোর্টের পাঠকদের কাছে হুবহু তুলে ধরা হলো। 

 

ওটিস গিবসনের সঙ্গে কাজ কেমন উপভোগ করছেন? 

শরিফুল: আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো যাচ্ছে। এখানে আসার পরে শুরুতে লাল বলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যখন টেস্ট খেলা শুরু হয়ে গেছে তখন সাদা বলে অনুশীলন শুরু করেছি প্রথম দিন থেকে। প্রথমে ওডিআইয়ের জন্য প্রস্তুতি নিয়েছি। ওটিস গিবসনের সঙ্গে অনেক কাজ করেছি। সে আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে। ব্যাটসম্যানকে কীভাবে রিড করতে হয়। তারপর নতুন বলে ও পুরাতন বলে সবকিছু প্র্যাক্টিস করছি। সেগুলো ম্যাচে প্রয়োগ করার পর ভালো ফল আসছে।

 

অভিষেক ম্যাচে শামীমকে দেখা...

শরিফুল: শামীম ভাইয়ের অভিষেক নিয়ে যদি বলি। আমি ওর সঙ্গে দুই বছর ধরে খেলছি। ও খুব ভালো ফিল্ডার, পাওয়ার হিটার খুব ভালো ব্যাটসম্যান। আর আমরা দুইজন যাইবো জাতীয় দলে অনেক দিন সার্ভিস দিয়ে যেন বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু দিতে পারি। 

 

মোস্তাফিজ থেকে কী শিখছেন...

শরিফুল: মুস্তাফিজ ভাইয়ের কথা বলেন। উনি এখন একটু ইনজুরড। উনি না থাকাতে টিমে একটু প্রেশার আছে। সেটা আমি চেষ্টা করতেছি যাতে না থাকে। আর সবসময় মুস্তাফিজ ভাই আমাকে প্র্যাক্টিসে বলেন ম্যাচের পর বলেন যদি কোনো বাজে বল করি। পরে বলেন যে এগুলো না করলে ভালো হয়। প্র্যাক্টিসে কোনো ভুল হলে উনি কোচের মতোই অনেকটা শিখিয়ে দেন। 

 

পরিবার থেকে দূরে থাকা কষ্টদায়ক কী না...

শরিফুল: যখন ছোট ছিলাম। ক্লাস ত্রি ফোরে পড়তাম। তখন সবার খেলা দেখছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ ভাই। সবার খেলা দেখছি। এখন তাদের সঙ্গে খেলতেছি এটা একটা স্বপ্ন। তাদের সঙ্গে এখন আল্লাহর রহমতে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে আছি। মনে হয় না যে ফ্যামিলির বাইরে আছি।

Link copied!