যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার দানি আলভেজ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৩, ০৬:০৫ পিএম

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার দানি আলভেজ

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। এক নারীর অভিযোগের সাক্ষ্য দিতে গেলে বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডারকে গ্রেপ্তার করে স্প্যানিশ পুলিশ।

শুক্রবার সকালে আলভেজ থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আটক করে পুলিশ। এর আগে ঘটনার দুদিন পর সেই নারী আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি সামনে নিয়ে আসেন।

ওই নারীর দাবি, তাঁর অনুমতি ছাড়াই আলভেজ তাঁকে স্পর্শ করেছেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও শুরু থেকে অভিযোগটি অস্বীকার করে আসছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

স্পেনের লেস কোর্তেস অঞ্চল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘গত বছর এক নারী নির্যাতনের ঘটনায় অভিযোগের ওপর ভিত্তি করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বর্তমানে আদালতে সোপর্দ করা হয়েছে।’

গত ডিসেম্বর মাসে বার্সেলোনার নাইটক্লাবের এক ঘটনার ওপর ভিত্তি করে নির্যাতনের অভিযোগ জানান এক নারী। গত ডিসেম্বরে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলেছেন ৩৯ বছর বয়সী আলভেজ।

Link copied!