রঙ্গনা হেরাথের নতুন লক্ষ্য

স্পোর্টস ডেস্ক

মে ৩১, ২০২৩, ০২:৩৬ এএম

রঙ্গনা হেরাথের নতুন লক্ষ্য

বোলিংয়ে উন্নতির জন্য বৈচিত্র্য নিয়ে কাজ করেছেন বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। 
সাধারণত ঘরের মাঠে সিরিজে সবসময়ই নিজেদের পছন্দের উইকেট পেয়ে থাকেন বাংলাদেশের স্পিনাররা। কিন্তু বিশ্বকাপে বোলারদের চেয়ে ব্যাটারদের জন্য সুবিধাজনক উইকেট তৈরি করে থাকে আয়োজকরা। 
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন  সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ঘাম ঝড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে হেরাথ বলেন, ‘আমি সবসময় মনে করি স্পিনারদের জন্য যখন কন্ডিশন কঠিন হয়ে যায় তখন চ্যালেঞ্জিং হয়ে পড়ে। বিশ্বকাপে যাবার আগে আমরা প্রস্তুত হচ্ছি। এটি প্রস্তুতির অংশ। আমরা বৈচিত্র্য এবং কৌশল নিয়ে কাজ করেছি। আপনি যদি পিচ থেকে সহায়তা না পান তাহলে আমাদের এগুলো কাজে লাগাতে হবে।’
তিনি আরও বলেন, ‘অ্যাঙ্গেল তৈরি করা, ওভার দ্য উইকেটে-রাউন্ড দ্য উইকেট বোলিং করা, পেস বোলিংয়ে বৈচিত্র্যের মতো অনেক ধরনের বৈচিত্র্যময় বোলিং রয়েছে। ক্রস সীম, ক্যারাম বল নাম হয়। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের এগুলো প্রায়ই করতে হবে।’ 
ঘরোয়া ক্রিকেটে স্পিনাররা এসব বৈচিত্র্যগুলো ব্যবহার করবে এবং দক্ষতা বাড়াবে, এমনটাই দেখতে চান হেরাথ।
তিনি বলেন, ‘দলের  ছেলেরা শিখতে আগ্রহী। আমি খুব খুশি। ক্লাব বা দলে ফিরলে নিজেদের কাজগুলো চালিয়ে যাবে তারা।’
বাংলাদেশের স্পিন সম্পদ দেখে উচ্ছ্বসিত শ্রীলংকার সাবেক স্পিনার হেরাথ। তবে পাইপলাইনে লেগ স্পিনারদের ঘাটতির কারনে আন্তর্জাতিক অঙ্গনে  টিকে থাকতে দক্ষতা বাড়াতে তাদের সাহায্য করতে চান তিনি। 
দেরিতে হলেও বাংলাদেশ বেশ কিছু লেগ স্পিনার পেয়েছে। তবে  কেউই নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারেনি। এখন রিশাদ হোসেনকে নিয়ে চেষ্টা করছে টাইগাররা। হেরাথের মতে, ভালো অস্ত্র হতে পারেন রিসাদ।
হেরাথ বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছে রিশাদ। আরেকজন বাঁ-হাতি স্পিনার এবং  বিপ্লব আছে। এই মুহূর্তে আমাদের স্পিন সম্পদ আছে। আমরা তাদের সেরাটা খুঁজে বের করার চেষ্টা করছি। সুযোগ পেলে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। ’
একই সাথে হেরাথ চান, নাজমুল হোসেন শান্ত ও তৌহিদের মতো ব্যাটাররা নিয়মিত কিছু ওভার বোলিং করুক, যাতে বোলিংয়ে বিকল্প তৈরি হয়। 
হেরাথ বলেন, ‘যদি শান্তর মত ব্যাটাররা কিছু ওভার বল করতে পারে, তাহলে বোলিং দলের জন্য বিকল্প তৈরি হবে। যখন বোলিংয়ে আরও বিকল্প থাকে, তখন আপনার সঠিক কম্বিনেশন থাকে। আমি সবসময় হৃদয়, শান্তকে বোলিংয়ে দেখতে পছন্দ করি।’

Link copied!