রিয়াল মাদ্রিদকে হারতে দিলেন না ভিনিসিয়াস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৩, ২০২১, ১০:৪১ এএম

রিয়াল মাদ্রিদকে হারতে দিলেন না ভিনিসিয়াস

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও লেভান্তের দুরন্ত লড়াইয়ের ম্যাচ হয়েছে রাতে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল খেলাটি। তবে শেষে কোনো দল হাসতে পারেনি। ৬ গোলের থ্রিলারে ৩-৩ গোলে ড্র। মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছিল। ২ ম্যাচে এখন তাদের ৪ পয়েন্ট। ভিনিসিয়াস দুটি গোল করেছেন এই ম্যাচে।  

এদিকে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে এলচেকে হারিয়েছে। টানা ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। ৩৯ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়া গোলটি করেন। 

করিম বেনজেমার পাস থেকে ম্যাচের ৫ মিনিটেই গোল করেন গ্যারেথ বেল। প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড ছিল রিয়ালের। লেভান্তের ঝড় শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৪৬ মিনিটে গোল করেন মাতি। ব্যবধান দ্বিগুণ করেন কামপানা ৫৭ মিনিটে । ১-২ গোলে পিছিয়ে পরে রিয়াল। ৭৩ মিনিটে কাসেমিরোর পাস থেকে রিয়াল মাদ্রিদকে সমতা এনে দেন ভিনিসিয়াস জুনিয়র (২-২)। কিন্তু ৭৯ মিনিটে লেভান্তেকে আবার গোল উপহার দেন সুয়ারেজ পায়ার। ৩-২ গোলে এগিয়ে যায় লেভান্তে। হারের শঙ্কায় ছিল রিয়াল। ৮৫ মিনিটে বেনজেমার পাস থেকে গোল করেন আবার ভিনিসিয়াস জুনিয়র। ৩-৩ হয়ে যায় স্কোর। 

৮৭ মিনিটে লেভান্তের গোলরক্ষক বাজে ট্যাকল করায় লাল কার্ড দেখেন। তবে গোলের স্কোরে আর পরিবর্তন আসেনি। 

Link copied!