যারা ইউরো চ্যাম্পিয়নশিপের ফুটবল দেখেছেন। তারা সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সমারকে মনে রেখেছেন নিশ্চয়। সেই তিনি যিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের ট্রাইব্রেক থেকে নেওয়া শট রুখে দেন। ফ্রান্সের বিদায় ঘটেছিল। সেই সমার ক্লাব লেভেলে খেলেন জার্মানির বরুশিয়া মনশেনগ্লাডবাখে। আর রাতে জার্মান লিগ বুন্দেসলিগা শুরু হয়েছে। বায়ার্ন মিউনিখের সাথে তারা ১-১ গোলে ড্র করেছে। বায়ার্নের বেশ কয়েকটি গোলের সুযোগকে সফল হতে দেননি সমার।
এই ম্যাচের দশম মিনিটে গোল করেন মনশেনগ্লাডবাখের আলেসানে প্লিয়া। বায়ার্নের রবার্ট লেভানডভস্কি ৪২ মিনিটে গোলটি শোধ করে দেন। এরপর লিড নেওয়ার সব চেষ্টা ব্যর্থ করে দেন সমার। লেভানডভস্কি টানা ৭ম মৌসুম গোল করতে সমর্থ হয়েছেন। বায়ার্নের নতুন কোচ জুলিয়ান নাগলসম্যানের শুরুটা ভাল হলো না।
বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন। ২০২১-২২ মৌসুমের শুরুতেই হোঁচট খেল তারা।