সাকিবেরই অনুরোধে টিম হোটেলে গিয়ে তাঁর দেখাই পেলেন না পাপন

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ৩, ২০২৩, ০৫:৫৫ এএম

সাকিবেরই অনুরোধে টিম হোটেলে গিয়ে তাঁর দেখাই পেলেন না পাপন

ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরে গেছে বাংলাদেশ দল। এটি পুরনো খবর। এই সিরিজ শুরুর আগে সোমবােই জরুরি সভা করতে টিম হোটেলে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি যখন বাকিদের নিয়ে সভায়, সাকিব আল হাসান তখন শহরের আরেক প্রান্তে একটি পণ্যের দূত হওয়ার অনুষ্ঠানে ছিলেন। সাকিবের সাথে তাই দেখার জন্য আরেকদিন বেছে নিয়েছিলেন পাপন। প্রথম ম্যাচ হারার পরদিন টিম হোটেলে যেতে তাকে নাকি অনুরোধও করেছিলেন সাকিব। তবে এদিনও সাকিবকে পাননি তিনি। সাকিব ব্যস্ত আরেকটি বিজ্ঞাপনী কাজে। ফলে দেখা মেলেনি সাকিবের। এতে অবশ্য কোন সমস্যা দেখছেন না পাপন।

যে কোনো দেশের ক্রিকেট বোর্ড প্রধানের সাথে নাজমুল হাসান পাপনের কাজের স্টাইল একদম আলাদা। বাকিরা যেখানে টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দেন সবকিছু, পেশাদারি ম্যানারে চলে সব। বাংলাদেশের ক্রিকেট কর্তা সেখানে আলাদা, নিজেই সবকিছুতে থাকেন যুক্ত।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় টিম হোটেলে চলে যান বিসিবি সভাপতি। পাপনের ভাষ্যমতে, সেটি 'সাহস দেওয়ার জন্য'ই যাওয়া। তবে মূল কারণ সাকিবের অনুরোধ, 'আমার এখানে আসার কারণ একটাই। প্রথম যখন আসছিলাম প্রথম ম্যাচের আগে তখন সাকিবকে পাইনি। তাই সাকিবের অনুরোধে দ্বিতীয় দিন এলাম। আসলে আসছিলাম দেখতে ও ওদের সাহস দিতে।'

যার অনুরোধে গিয়েছিলেন তাঁর দেখাই পেলেন না নাজমুল। পরে গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিব অন্য জায়গায় থাকায় ফোনেই আলাপ সেরেছেন তিনি, 'সাকিবের সাথে ফোনে কথা হয়েছে। আমি এখানে আসব জেনে ও ফোন করল ও একটু বাইরে। ওর দেরি হবে আসতে। ও আমাকে বলছিল, আপনি ৯টার পরে  আসেন। আমি তাকে বললাম, দেখ তুমি যখন কাজে আছ থাক। আমার তেমন কোন কিছু বলার নাই। আমি এমনিই এসেছি ওদের সাথে কথা বলে যাচ্ছি। তোমার সাথে রাত্রে কথা বলব টেলিফোনে। 

টেলিফোনে কী কথা হবে? প্রশ্ন করলে পাপন জানান, 'কথা বলা আরকি, এখানে বলার কী আছে। একটু সাহস দেওয়া।'

এর আগে সোমবার পাপন টিম হোটেলে গিয়ে সাকিবের দেখা না পেয়ে গণমাধ্যমকে বলেছিলেন, ‘সাকিব আমাকে ফোন করেছিল। বলেছে এয়ারপোর্ট থেকে সোজা অনুশীলনে চলে গেছে। বলেছে ওর স্যুটকেস গুছানোর আছে। ও আমাকে বলেছে, কাল কি আমি দেখা করতে পারি? আজ একটা কাজ আছে। কাল দেখা করতে চাই। কাজেই ও আমাকে বলে নিয়েছে (মিটিংয়ে থাকবে না)।'

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কের ফাটল সবার সামনে নিয়ে আসেন বোর্ড সভাপতি। ড্রেসিংরুমের পরিবেশও অস্বাস্থ্যকর বলে জানিয়েছিলেন তিনি। পরে গণমাধ্যমে এসে জানান, সাকিব-তামিমের বিরোধ সব 'শোনা কথা'।

এদিন টিম হোটেলে গিয়ে হারের কারণ, সাকিবের ব্যাটিং পজিশন, শামীম পাটোয়ারির দলে আসাসহ দল সম্পর্কিত প্রশ্নে অনেক মতামত দিয়েছেন তিনি।

Link copied!