সেঞ্চুরি করার পাশাপাশি চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে এগিয়ে দিলেন তামিম ইকবাল। আজ প্রথম টেস্টের তৃতীয় দিনে লাঞ্চের পর সেঞ্চুরি পূরণ করেন বাঁ-হাতি এই দেশ সেরা ওপেনার। এটি ছিল তার ক্যারিয়ারে দশম টেস্ট সেঞ্চুরি।
বাংলাদেশ চা বিরতিতে গিয়েছে। ৩ উইকেটে ২২০ রান বাংলাদেশের। ১৭৭ রানে পিছিয়ে রয়েছে তারা। শ্রীলংকা প্রথম ইনিংসে করেছিল ৩৯৭ রান।
তামিম ১৩৩ ও মুশফিক ১৪ রানে অপরাজিত রয়েছেন। মুমিনুল ২, শান্ত ১ ও মাহমুদুল হাসান জয় ৫৮ রান করে সাজঘরে ফেরত গিয়েছেন।
চা বিরতির পর তামিম চোট নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। লিটন দাস ব্যাট করতে নামেন। তামিমের স্কোর তখন ১৩৩ রান। বিকাল ৪টা ৪৫ মিনিটে ড্রিংস ব্রেকে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৮১। লিটন ৩৬ ও মুশফিক ৩৮ রানে খেলছিলেন। তখন ১১৬ রানে পিছিয়ে বাংলাদেশ।