স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলা, ফিরছে শূণ্যহাতে

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ৫, ২০২১, ০১:০৩ এএম

স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলা, ফিরছে শূণ্যহাতে

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় আগেই  নিশ্চিত হয়েছিল।তবে র‍্যাঙ্কিংয়ের অবনতি ঠেকাতে অস্টেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে ছিল টাইগাররা। কিন্তু সেটাও হল না। সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে লজ্জাজনকভাবে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। আর এর মধ্য দিয়ে গত আগস্টে সিরিজ হারার প্রতিশোধ নিল ফিন্স বাহিনী।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মরুর বুকে পা রাখলেও টাইগারদের ফিরতে হচ্ছে খালি হাতে।  টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ হলো বাংলাদেশ দলের হতাশার ষোলোকলা।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে টাইগাররা। আর তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। চতুর্থ ম্যাচে গতি ও বাউন্সি উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয় টাইগারদের।

বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য দেওয়া ৭৪ রানের টার্গেট পূরণের জন্যূ বেশি বেগ পেতে হয়নি ক্যাঙ্গারু বাহিনীর। ৮২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্য তারা পৌঁছে যায়। সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক অ্যাারন ফিঞ্চ। তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে ২০ বলে ২ চার এবং ৪ ছয় হাঁকান অজি দলপতি। ১৪ বলে ৩ চারের মারে ১৮ রান করেন ওয়ার্নার। বাংলাদেশের হয়ে তাসকিন ও শরিফুল নেন একটি করে উইকেট।

এর আগে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃহস্পতিবারও ব্যাটিংয়ে তাদের হতাশার চেহারা ভেসে উঠে শুরু থেকেই। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার লিটন কুমার দাস। মিচেল স্টার্কের করা প্রথম ওভারের তৃতীয় বলে বোল্ড হন এই ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান।

ব্যক্তিগত ৬ রানে জস হ্যাজলউডের শিকার হন বাঁহাতি টপঅর্ডার সৌম্য সরকার। গ্ল্যান ম্যাক্সওয়েলের করা তৃতীয় ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম।

টপ অর্ডারের ব্যর্থতার পর হাল ধরতে অক্ষম ছিলেন নাইম শেখ। উইকেটে টিকে গিয়েও ৩ চারের মারে ১৭ রান করে সাজ ঘরে ফেরেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মতো বৃহস্পতিবারও রানের খাতা খুলতে পারেনি আফিফ হোসেন ধ্রব। লেগ স্পিনার অ্যাদাম জাম্পার শিকারে পরিণত হওয়ার আগে ৪ বল খেলেন এই অলরাউন্ডার।

শামিম হোসেন পাটোয়ারিকে সাথে নিয়ে দলপতি  মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। ষষ্ঠ উইকেটে তাদের ব্যাট থেকে আসে ২৯ রান। তবে ১১তম ওভারে জোড়া আঘাত হানেন জাম্পা। পঞ্চম বলে শামিমের পর ষষ্ঠ বলে শেখ মাহেদিকে ফেরান এই তারকা স্পিনার। ১৮ বলে একটি চার ও একটি ছয়ের মারে ১৯ রান করেন শামিম। অন্যদিকে ৪ বল খেলে কোনো রান করতে পারেননি মাহেদি।

সঙ্গী হারিয়ে ব্যক্তিগত ১৬ রানে স্টার্কের শিকার হন রিয়াদ। এরপর তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা যাওয়া আসা কেরেছেন। এভাবেই ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার অ্যাদাম জাম্পা ৪ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট নেন।  একই দলের স্টার্ক ও হ্যাজলউডের থলিতে যায় দুটি করে উইকেট।

Link copied!