২ বছরের জন্য বাফুফে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করলো ফিফা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২৩, ০১:৫২ এএম

২ বছরের জন্য বাফুফে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করলো ফিফা

দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ ঘোষণা করলো ফিফা। পাশাপাশি তাঁকে আর্থিক জরিমানাও করেছে সংস্থাটি।

শুক্রবার (১৪ এপ্রিল) এ নিষেধাজ্ঞা অনুমোদন করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার স্বাধীন এথিক্স কমিটির বিচারক চেম্বার। ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

নিষেধাজ্ঞাপর পাশাপাশি প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রাঁ) জরিমানাও করা হয়েছে বাফুফের সাধারণ সম্পাদককে।

বিবৃতিতে জানা যায়, ফিফা কোড অফ এথিক্সের ২০২০ সংস্করণের ১৩ (সাধারণ দায়িত্ব), ১ (আনুগত্যের দায়িত্ব) এবং ২৪ (জালিয়াতি এবং মিথ্যাচার) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন সোহাগ। মূলত বাফুফেকে দেওয়া ফিফার তহবিলের খরচের হিসাব দিতে গিয়ে ভুয়া কাগজপত্র দাখিল করেছেন বলে বিবৃতিতে জানিয়েছে ফিফা।

এর আগে গত ফেব্রুয়ারিতে ফিফার সদর দপ্তরে ডাক পড়েছিল সোহাগসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও তিন কর্মকর্তার। তখন বাফুফে থেকে তাঁরা জানিয়েছিল, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ফিফার 'নিয়মমাফিক' কার্যক্রমের অংশ হিসেবে ডাক পড়েছিল তাঁদের।

২০০৫ সালে বাফুফেতে যোগ দেন সোহাগ। ২০১১ সালের মে মাসে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদীর মৃত্যু হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সোহাগকে। পরবর্তীতে এ দায়িত্ব স্থায়ী হন তিনি। ধাপে ধাপে বাড়তে থাকে তাঁর মেয়াদ।

এ নিয়ে জানতে যোগাযোগ করা হলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি নোটিশটা পাই, কাল অফিস করুক। আমি দেখে বলব কী করা যায়। ফিফা সাসপেন্ড করলে তো আমরা সাসপেনশনেই রাখব। এটা ব্যক্তিগত বিষয়, তাই ফেডারেশন নয় সে আপিল করতে পারে। দেখি কী হয়। একটা মেইল পেয়েছি। এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না। এখন এ বিষয়ে মন্তব্য করলে সেটা সঠিক হবে না। আগে বুঝে নেই বিষয়টা কী, তারপর বলব।’

Link copied!