‘টাকা কি দেশের চেয়ে বড়’

ক্রীড়া ডেস্ক

মে ৭, ২০২২, ১১:৩৯ পিএম

‘টাকা কি দেশের চেয়ে বড়’

২০২১ সালে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ইঙ্গিত দেন টেস্ট ক্রিকেট খেলতে চান না তিনি। কারণ হিসেবে তুলে ধরেন চলমান করোনাভাইরাস ইস্যুকে। মুস্তাফিজের ভাষ্য ছিল, করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হওয়ায় পাঁচ দিনের ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নিতে চান। এরপর দেশের জার্সিতে আর কোনো টেস্ট খেলেননি মুস্তাফিজ। দীর্ঘদিন পর তার সেই অজুহাত আমলে নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সিরিজ হবে জৈব সুরক্ষা বলয়ের বাইরে। অথচ একই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলবেন মুস্তাফিজ, সেটি সুরক্ষা গণ্ডির মধ্যে থেকেই। যেখানে সাকুল্য ২০ দিনে শেষ হবে লঙ্কা সিরিজ, সেখানে আইপিএলে বন্দি থাকতে হচ্ছে দুই মাসের অধিক সময়। তাহলে কেন জৈব সুরক্ষা বলয়ের অজুহাত মুস্তাফিজের? আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমের সামনে এমন প্রশ্ন তুললেন বোর্ড পরিচালক এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।  সুজন বলছিলেন, ‘একসময় শুনেছিলাম বায়োবাবলের কারণে খেলতে চায় না। তবে আমার মনে হয় না এগুলো কোনো অজুহাত হতে পারে। তাসকিন, শরিফুলরা খেলতে পারলে, তারও খেলা উচিৎ।’

মুস্তাফিজকে প্রশ্ন ছুড়ে সুজন বলছিলেন, ‘সাদা বলে হয়ত টাকার ব্যাপারটা বেশি। আইপিএল খেললে হয়ত ২-৪ কোটি টাকা পাবে। ক্রিকেট কি টাকার চেয়ে বড় নয়? দেশ কি টাকার চেয়ে বড় নয়? আমরা তো টাকার জন্য খেলিনি। একজন ক্রিকেটারকে এখন মৃত্যুর সময় বিসিবির সহায়তা লাগে। ওদের (বর্তমান ক্রিকেটারদের) তো লাগবে না। ওরা বরং অন্যদের সহায়তা করতে পারে। দেশের জন্য কেন আমি খেলব না?’

Link copied!