সাকিবের অন্যরকম ‘হ্যাটট্রিক’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৫:২৪ পিএম

সাকিবের অন্যরকম ‘হ্যাটট্রিক’

চট্টগ্রামে যেখানে শেষ করেছিলেন সিলেটে ঠিক সেখান থেকেই শুরু করলেন সাকিব আল হাসান। ব্যাট-বলে সমানতালে পারফরম্যান্স করলেন, জেতালেন দলকে। তাতে প্রাপ্তির খাতায় যোগ হলো আরেকটি ম্যান অব দ্য ম্যাচ। 

বিপিএলে টানা তিন ম্যাচে তার তিন ম্যাচ সেরার পুরস্কার। হয়ে গেল তার অন্যরকম ‘হ্যাটট্রিক’। 

মাঝে ঢাকায় একদিনের পুরো বিরতি পেয়েছিলেন অনাকাঙ্খিতভাবে। বৃষ্টির বাগড়ায় মাঠেই যে নামা হয়নি তার। চট্টগ্রামে খুলনার হয়ে ৪১ রান ও ২ উইকেট নিয়ে সাকিবের পথ চলা শুরু। এরপর চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে পেয়ে যান ৫০ রান ও ৩ উইকেট। সিলেটে কুমিল্লার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৫০ রান। বোলিংয়ে পেয়েছেন ২ উইকেট।

নিজের পারফরম্যান্সে সাকিব খুশি। খুশি দলীয় পারফরম্যান্সেও। 

১৫৫ রানের পুঁজি নিয়ে কুমিল্লাকে ৩২ রানে হারিয়ে ১১ পয়েন্টে বরিশাল এখন শীর্ষে। তবে সাকিবের মাথায় চিন্তার ভাঁজ দলের ব্যাটিং পারফরম্যান্স। বোলাররা নিয়মিত স্বল্প পুঁজি নিয়ে লড়াই করে দলকে জেতাচ্ছে। 

চট্টগ্রামে প্রথমবার খুলনাকে ১৭ রানে হারায় ১৪১ রান করে। ফিরতি মুখোমুখিতেও তাদের ব্যাটিং ভালো হয়নি। আগে ব্যাটিং করে মাত্র ১৪৫ রান করে। জয় পায় ৬ রানে। চট্টগ্রামে শেষ ম্যাচে সাকিবের দল জয় পায় ১৪৯ রানের পুঁজি নিয়ে। আজও একই চিত্র। বোলিংয়ে সাকিবের সঙ্গে বৈচিত্রময়ী স্পিনার মুজিব-উর-রহমান থাকায় কাজটা সহজ হচ্ছে। এছাড়া পেসাররাও ভালো করে দলকে এগিয়ে নিচ্ছেন। 

ব্যাটিংয়ে ভালো করার টোটকা জানা আছে সাকিবের। সোমবার ম্যাচসেরার পুরস্কার নিয়ে জানালেন, শেষ দিকে ২-৩টি বাউন্ডারি হলেই তিনি খুশি হবে। তাতে দলীয় রান হয়ে যাবে ১৬৫-১৭০। তাতে বোলাররাও পেয়ে যাবে আত্মবিশ্বাস।

‘হ্যাঁ আমরা প্রতিপক্ষকে আটকে রাখতে পারছি। বোলাররা যেভাবে বোলিং করছে তাদের কৃতিত্ব দিতে হবে। তবে আমরা বড় পুঁজি থেকে খুব একটা দূরে নই। আমাদের ২-৩টি বাউন্ডারি লাগবে যা দিয়ে আমরা ১৬৫-১৭০ রান পেতে পারি। এটা আমাদের বোলারদের ডিফেন্ড করার জন্য ভালো স্কোর হতে পারে।’

Link copied!