রিশার্লিসনের জোড়া গোলে দারুণ সূচনা করল সাম্বার দেশ ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২২, ০৯:০৬ এএম

রিশার্লিসনের জোড়া গোলে দারুণ সূচনা করল সাম্বার দেশ ব্রাজিল

প্রথম ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সার্বিয়া। তারপরও শুরুটা হলো ছন্নছাড়া। নেইমার-ভিনিসিউসদের নিজেদের খুঁজে পেতে কেটে গেল বেশ খানিকটা সময়। এরপর আক্রমণের ঢেউ তুলল তাঁরা। তাতে ভেসে গেল সার্বিয়ার সব বাধা। রিশার্লিসনের জোড়া গোলে বিশ্বকাপ মিশনে শূভ সূচনা করল তিতের দল।

লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশূন্য প্রথমার্ধের পর সুযোগ সন্ধানী গোলে ’অচলাবস্থা ভাঙেন’ রিশার্লিসন। অসাধারণ নৈপুণ্যে অ্যাক্রোবেটিক শটে করেন পরের গোলটি। এই গোলটি ফুটবলপ্রেমীদের মনে বহুদিন গেঁথে থাকবে।

আগের সাত ম্যাচের সবকটি জয়ের পথে প্রতিপক্ষের জালে ২৬ বার বল পাঠানো ব্রাজিল এদিন শুরুতে ছিল একেবারেই এলোমেলো। ছন্দের অভাব ছিল স্পষ্ট। যে কারণে প্রথমার্ধে নিজেদের সাম্বা ছন্দে খুঁজে পায়নি তাঁরা। কিন্তু শেষ হাসিটা হাসলো সাম্বার দেশ ব্রাজিলই। 

যদিও তিতের দলের গোলের দেখা পেতে সময় লেগেছে ৬২ মিনিট। খানিকটা দুর্ভাগ্য আর প্রতিপক্ষ গোলরক্ষক ভানজা মিলিঙ্কোভিচ-স্যাভিচের কৃতিত্বও তাতে মিলেমিশে ছিল একাকার হয়ে! গোটা পাঁচেক দারুণ সেভ আর ক্লিয়ারেন্সে তিনিই ম্যাচের ঘণ্টাখানেক পর্যন্ত ম্যাচে জিইয়ে রেখেছিলেন সার্বদের। চেষ্টা করেছিলেন ৬২ মিনিটেও। ভিনিসিয়াস জুনিয়রের শটটা দিয়েছিলেন ঠেকিয়ে, তবে রিশার্লিসনের ফিরতি শটটা আর পারেননি। সহজ ট্যাপ ইনে গোলটা করেন শেষ ছয় ম্যাচে সাত গোল করা রিশার্লিসন। 

প্রথম গোলের মিনিট দশেক পর রিশার্লিসন যা করলেন, তা সার্বিয়ার কফিনে শেষ পেরেকটাই ঠুকে দিয়েছে। ভিনিসিয়াসের নিচু ক্রস একটা হেভি টাচে নিয়েছেন আয়ত্বে, এরপর দারুণ এক ব্যাক ভলিতে বলটা আছড়ে ফেলেছেন সার্বদের জালে। যেভাবে পুরো প্রক্রিয়াটা সারলেন, তা দেখে সবাই স্বীকার করতে বাধ্য যে এ পর্যন্ত হওয়া দৃষ্টিনন্দন গোলগুলোর মধ্যে এটিই সেরা।

ব্রাজিল গোল পেতে পারতো আরও কয়েকটা গোল। ক্যাসেমিরোর শটটা যদি না লাগতো ক্রসবারে। তাতে ব্যবধানটা বাড়েনি বটে, তবে সেলেসাওদের আধিপত্যটা তাতে খাটো হয়নি একটুও। ২-০ গোলের জয়ে ঠিকই নিজেদের ফেভারিট প্রমাণ করেছেন নেইমাররা।

সার্বিয়া ভাল খেলেছে। তবে পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিলকে হারানোর জন্য যতোটা ভাল খেলতে হয় সেই খেলা খেলতে পারেনি তাঁরা। যদিও তাঁদের গোলকিপার ভানজা দারুণ খেলেছেন। নাহলে গোল ব্যবধান আরও বাড়তো। শেষতক ব্রাজিল ফেভারিটদের মতোই প্রথম পরীক্ষায় পাস করল। এখন তাঁদের সামনে এগিয়ে যাবার পালা।

Link copied!