৯ ফাউলের শিকার নেইমার, পরের ম্যাচ নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২৫, ২০২২, ০৩:৩০ পিএম

৯ ফাউলের শিকার নেইমার, পরের ম্যাচ নিয়ে শঙ্কা

২-০ গোলে সার্বিয়ার বিপক্ষে দারুণ খেলে জয় পেলো ব্রাজিল। রিচার্লিসনের দারুণ গোলে ফুটবলের সৌন্দর্য ফুটে উঠেছে দারুণভাবে। কিন্তু নেইমারের গোলের খাতা খুলেনি আজ। শিকার হয়েছেন ৯ বার ফাউলের। শেষে ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে ছাড়তে হয়েছে মাঠ। 

লুসাইল স্টেডিয়ামের পুরো মাঠে সেলেসাওরা শুরু থেকেই রাজত্ব করেছেন নেইমারের কারণেই। কিন্তু নেইমারকে শিকার হতে হয়েছে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ফাউলের। এর আগে কোনো বিশ্বকাপে এক ম্যাচে কেউ এত ফাউলের শিকার হননি। চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন নেইমার। এমন জয়ের মধ্যেও কোচ তিতেকে চিন্তায় পড়তে হয়েছে নেইমারের চোট কতটা গুরুতর সে নিয়ে।

অনেক চেষ্টা করেও সার্বিয়ানদের একের পর এক ফাউল থেকে নিজেকে রক্ষা করতে পারেননি এই পিএসজি তারকা। ডান পায়ের অ্যাঙ্কেলে চোট নিয়ে তাকে ছাড়তে হয়েছে মাঠ। 

৮০ মিনিট পুরো মাঠেই রাজত্ব করেছিলেন ব্রাজিলিয়ান রাজপুত্র। তারপর বাধ্য হয়েই অ্যান্টনিকে নামিয়ে তাঁকে মাঠ থেকে তুলে নেন কোচ তিতে। মাঠ ছেড়ে যাওয়ার আগে পুরো দলকে পেয়েছিলেন তাঁর চারপাশে। সবার চোখেমুখে একটাই দুশ্চিন্তা। চোট কি বেশি গভীর!

দলের বড় শক্তি মাঠের বাইরে হলেও ব্রাজিল খেলে গেছে তাঁদের চিরাচরিত সৌন্দর্য দেখিয়েই। জয় নিয়ে খেলা শেষ করেছে। যদিও সবার চিন্তাই ছিল নেইমারের চোট কতটা বেশি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ তিতেকে দেখেও বুঝা যাচ্ছিল রিচার্লসনের জোড়া গোলে এমন জয়ের পরও নেইমারের চোট নিয়ে পুরো দলই কত চিন্তায় আছে। বিশ্বকাপের বাকি দিনগুলোতে নেইমারকে দল পাশে পাবে কি না সে উত্তর তো তখন অজানা।

ফাউল থেকে পাওয়া চোটে নেইমারের পা মচকে গেছে জানিয়ে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, এই চোট কত গভীর, সেটা জানতে অপেক্ষা করতে হবে অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা।

মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে নেইমারের পায়ের যে চিত্র দেখা যায় তাতে বুঝা যায় পায়ের গোড়ালি ফুলে গেছে। পরে যখন মাঠ ছাড়ছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়েই যেতে হলো তাঁকে। চোট যে গভীর তা যেন বুঝিয়ে দিয়ে গেল সাইড বেঞ্চে যাওয়ার এ যাত্রা।

সার্বিয়ান রক্ষণ ভেঙে গুঁড়ো করে এই বিশ্বকাপে দারুণ এক জয় দিয়ে যাত্রা শুরু করলো সেলেসাওরা। ‘জি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই পরের ম্যাচ খেলবে তারা। কিন্তু সব আনন্দ ফিকে করে দিচ্ছে নেইমারের চোট- যা কতটা গভীর সেটা জানতে অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছেই না।

২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কি না সে নিয়েই এখন দুশ্চিন্তা তিতের শিষ্যদের।

Link copied!