ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যায় রাশিয়ার নয়া কৌশল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০৪:২৭ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যায় রাশিয়ার নয়া কৌশল

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করতে বিশেষ বাহিনী গঠন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের খবরে বলা হয়েছে, ওয়াগনার নামে ওই ভাড়াটে বাহিনীটির সদস্যরা সবাই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্য। মিরর বলছে, ভলোদিমির জেলেনস্কিকে হত্যা মিশন নিয়ে গত এক মাস ধরে তারা ইউক্রেনে অবস্থান করছেন। এই বিশেষ বাহিনীতে আছে রাশিয়া, বেলারুশ, সার্বিয়া ও ইউক্রেনের ৪০০ সেনা সদস্য। এদের মধ্যে হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলায় চাকরি হারানো অনেক সেনা সদস্যও রয়েছেন। ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়াও পুতিনের এ বিশেষ বাহিনীর টার্গেটে আছেন দেশটির আরও ২৩ গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তারা সেখানে পুতিনের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। নির্দেশ পাওয়া মাত্র ওই বাহিনী জেলেনস্কির সরকার পতন ঘটাবে বলে দ্য টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে, এ ধরনের খবর বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ক্রেমলিন।

Link copied!