তৃতীয় দফা আলোচনায় সোমবার বসছে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৬, ২০২২, ০৩:১৮ পিএম

তৃতীয় দফা আলোচনায় সোমবার বসছে রাশিয়া-ইউক্রেন

চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য উপায় খুঁজে বের করতে আগামীকাল সোমবার তৃতীয় দফায় আলোচনার টেবিলে বসছে রাশিয়া ও ইউক্রেকের প্রতিনিধি দল।

আগের দুই দফা আলোচনায় অংশ নেওয়া এক ইউক্রেনিয়ান সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ১ মার্চ দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। 
 
ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিউপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে শনিবার সকালে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া।  

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৫ মার্চ মস্কো সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হচ্ছে এবং মারিউপোল ও ভলনোভাখা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছে।

এদিকে,  সাময়িক যুদ্ধবিরতি চলাকালে রুশ বাহিনী বিভিন্ন জায়গায় গোলা বর্ষণের অভিযোগ করেছে ইউক্রেন। অপরদিকে,  ইউক্রেনীয়ান ‘জাতীয়তাবাদীরা’ বেসামরিক নাগরিকদের শহর ত্যাগে বাধা দিয়েছে বলে অভিযোগ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

Link copied!