মার্চ ১২, ২০২৩, ০৯:৩৮ পিএম
রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের একটি বৈঠক থেকে গ্রেপ্তার করা ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর দারুস সালাম থানা পুলিশ তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
রবিবার রাতে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়িটি দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা গ্রেপ্তার ৫৮ জনকে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছিলাম। এরমধ্যে দশজনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত দুই দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।”
গ্রেপ্তার হওয়াদের মধ্যে কোনো সরকারি কর্মকর্তা আছেন কিনা-এমন প্রশ্নের জবাবে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা আরও বলেন, “আমরা তাদের বিষয়ে জানতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি। যাচাই-বাছাই ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে পুরোপুরি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
মামলার এজাহারে বলা হয়, ‘ঘটনার দিন জামায়াতের গ্রেপ্তার ৫৮ জন ছাড়াও পালিয়ে যাওয়া আরও ৩০ থেকে ৪০ জন মিলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এই বৈঠকের আয়োজন করেছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আটটি ককটেল উদ্ধার করা হয়েছে।’