ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার ( ১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। যাচাইবাছাই চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি।
নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।
উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে ৫টি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭ ইউপিতে ভোট গ্রহণ হবে।