টিপু হত্যা মামলায় স্ত্রী ডলিকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২২, ০৬:৩৬ পিএম

টিপু হত্যা মামলায় স্ত্রী ডলিকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

রাজধানীর মতিঝিল থানা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় তার স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলিকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে তাকে ডলিকে ডেকে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১২টার দিকে বাসায় পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দীন একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, “কিছু বিষয় জানার জন্য তাকে (ডলি) ডেকেছিলাম।”

এ বিষয়ে ডলি মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, “গত রাত ১০টার দিকে র‌্যাব আমাকে তাদের টিকাটুলি কার্যালয়ে নিয়ে যায়। আমি কোনো তথ্য জানি কি না, কাউকে সন্দেহ করি কি না এবং টিপুর সঙ্গে কারো শত্রুতা ছিল কি না- এসব তারা আমার কাছে ডিটেইলস (বিস্তারিত) জানতে চায়।” 

ডলি আরও জানান, এর আগে সাংবাদিক সম্মেলন করার আগে ডিবি ডেকে নিয়েছিল। যেহেতু আমি তার ওয়াইফ, আমার সঙ্গে কোনো কথা শেয়ার করেছিল কি না, কাউকে সন্দেহ হয় কি না- ইত্যাদি জানতে চায়। এ ছাড়া ১০ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতিটা জানতে চেয়েছে। 

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুর মানামা ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা টিপুর ওপর হামলা করে। হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে টিপু ও রিকশায় থাকা (যাত্রী) সামিয়া আফনান প্রীতি (২২) নামে এক কলেজছাত্রী মারা যায়। গুলিতে আহত হন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না (৩২)।পরে গত ২৫ মার্চ সকালে নিহতের স্ত্রী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে মামলা করেন।

Link copied!