নারীদের নিলামে তোলা ‘বুল্লি বাই’ অ্যাপের নির্মাতা গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২২, ০৭:০৭ পিএম

নারীদের নিলামে তোলা ‘বুল্লি বাই’ অ্যাপের নির্মাতা গ্রেপ্তার

ভারতের শতাধিক মুসলিম নারীকে নিলামে তোলা অ্যাপ ‘বুল্লি বাই’-এর নির্মাতাকে গ্রেপ্তার করা হয়েছে। নীরাজ বিষ্ণোই নামের ওই ব্যক্তিকে ভারতের আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানায় দিল্লি পুলিশ। খবর এনডিটিভি’র।

দিল্লি পুলিশের বিশেষ সেল আইএফএসও ইউনিটের উপপুলিশ কমিশনার কে পি এস মলহোত্রা গণমাধ্যমকে বলেন, ‘বুল্লি বাই’ অ্যাপারে নির্মাতাকে আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিরাজ গিটহাবের বুল্লি বাই অ্যাপের মূলহোতা ও নির্মাতা এবং অ্যাপটির প্রধান অ্যাকাউন্টধারী বলে জানিয়েছে আইএফএসও।

পুলিশ সূত্র জানায়, বিষ্ণোই ভোপালের একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে দিল্লিতে আনা হয়েছে।

মুসলীম নারীদের নিলামে তোলা বিষয়ক মামলায় এনিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাই পুলিশের সাইবার টিমের হাতে গ্রেপ্তার হওঢা আগের তিনজন হলেন-মৈনাক রাওয়াল (২১), শ্বেতা সিং (১৯) এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিশাল কুমার। মুম্বাই পুলিশ বলছে, শ্বেতা সিং এ চক্রের মূলহোতা।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি শতাধিক মুসলিম নারীর তালিকা নিলামের জন্য অ্যাপে প্রকাশ করা হলে এ বিতর্কের সৃষ্টি হয়। দিল্লি পুলিশ জানায়, ইসমত আরা নামে এক সাংবাদিক মামলা দায়েরের পর তারা এ বিষয়ে তদন্ত করছেন। এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার প্রকাশিত এমন বিজ্ঞাপন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়।

Link copied!