বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২১, ০৯:২১ পিএম

বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) অ্যান্টনি ব্লিঙ্কেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে এ ফোন করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে দুদেশের গত ৫০ বছরে সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধির বিষয়ে দুজনই একমত পোষণ করেন।

নাম না প্রকাশ করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, করোনার কারণে দুই দেশের একাধিক বৈঠক হয়নি। শিগগিরই বৈঠকগুলো হবে বলে দুপক্ষ একমত।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র র‍্যাব ও এর সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। তার পরের দিন যুক্তরাষ্ট্রের ঢাকার রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারকে তলব করে এর ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Link copied!