ভোট গণনাকালে গুলি, নারীসহ নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৮:৩১ পিএম

ভোট গণনাকালে গুলি, নারীসহ নিহত ৩

বগুড়ার গাবতলীতে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার রাতে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে কালাইহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় বিজিবির গাড়ি ভাঙচুর করা হয় বলেও খবর পাওয়া গেছে।

এর আগে, বুধবার বিকেলে ভোট চলাকালে বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে জাকির নামে এক ব্যক্তি নিহত হন। নিহত জাকির উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত লয়া মিয়ার ছেলে। ভোট চলাকালীন ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভ করেছিলেন তিনি। এ তথ্য নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম।

অন্যদিকে, গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হন।

Link copied!