হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আরেক মামলায় চার্জশিট

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২২, ০২:৩৩ এএম

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আরেক মামলায় চার্জশিট

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

৩১ জানুয়ারি চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হবে বলে জানা গেছে সিআইডি সূত্রে জানা গেছে। বুধবার (৫ জানুয়ারি) ঢাকার সিএমএম আদালতে ওই চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোসাম্মৎ সাজেদা লতা।

বৃহস্পতিবার (৬ জানুযারি) আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক আলমগীর হোসেন গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে গত ২০ ডিসেম্বর রাজধানীর পল্লবী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল করে সিআইডি।

প্রসঙ্গত, বিভিন্ন সামাজিকমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় সংস্থা ও ব্যক্তিদের মর্যাদাহানি করার অভিযোগে গত বছরের ২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীরকে তার রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

চার ঘণ্টার অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়। পৃথক চার মামলায় তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।

Link copied!