বুধবার সকালে দেখা যায়, হঠাৎ করেই কমে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা। এ থেকে বাদ যাননি খোদ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গও। তাঁর ফলোয়ারের সংখ্যা ১০ কোটি থেকে নেমে এসেছে ৯ হাজারে।
বুধবার (১২ অক্টোবর) সকাল থেকেই এই ফেসবুক ফলোয়ার গায়েব হওয়ার উদাহরণ দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ঘুম থেকে উঠে দেখেন তাদের বিপুল সংখ্যক ফলোয়ার নাই হয়ে গেছে। এ নিয়ে ফেসবুকেই পোস্ট দিয়ে লিখেছেন বিভিন্ন শ্রেণী পেশার সেলিব্রেটিরা। এ নিয়ে নানা হাস্যরসাত্মক পোস্টও দিচ্ছেন অনেকে। ফেসবুকে ফলোয়ার কমে যাওয়ায় এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মার্ক জাকারবার্গের চেয়ে তাশরীফ খানের ফলোয়ার বেশি।
ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট থেকে জানা যায়, চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
এ নিয়ে প্রযুক্তিবিদরা জানান, আইডির ফলোয়ার বাড়ানোর জন্য পেইড ফলোয়ার কিনে নেন অনেকে। এ ধরনের পেইড ও ফেইক প্রায় ১.৪ বিলিয়ন অ্যাকাউন্ট বাতিল করেছে ফেসবুক। এজন্য এই ফলোয়ার পতনের ঘটনা ঘটেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক বাগ (ত্রুটি) ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা কমিয়ে দিয়েছে। রিমুভ করা হলে পর্যায়ক্রমে সব আইডির এই সমস্যা সমাধান হয়ে যাবে।
খুশির খবর হলো, আবারও ফলোয়ারদের ফিরে পাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। বুধবার বিকালে দেখা যায়, ফেসবুক সিইও মার্ক জুকারবার্গের ফলোয়ার সংখ্যা ১১৯,১৭৪,৫৩৩ জন।
কিন্তু ফেসবুকের সিইওর ফলোয়ার সংখ্যা যখন ১১ কোটি থেকে নেমে এলো ৯ হাজারে তখন প্রশ্ন আসে তার ফলোয়াররাও কি পেইড বা ফেইক!