রাজধানীতে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক, জ্বালানো যাবে রান্নার চুলা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৩, ১০:১৯ এএম

রাজধানীতে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক, জ্বালানো যাবে রান্নার চুলা

রাজধানীর রামপুরা, বসুন্ধরা, বাড্ডা, মহাখালী, মগবাজার, দিলু রোড, ইস্কাটন, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুরো রাজধানী জুড়ে আতঙ্ক দেখা দেয়। তবে রাত ১২টার দিকেই গ্যাস স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্মমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ।

মঙ্গলবার সকাল পৌণে ১০টার দিকে টেলিফোনে দ্য রিপোর্ট ডট লাইভকে তিনি বলেন, “সোমবার রাত ১২টার পরই গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন সব কিছু ঠিকঠাক আছে। গ্যাসের চুলা জ্বালালে এখন আর কোনো অসুবিধা হবে না।” গ্যাস সরবরাহ ঠিক মতো চলছে বলেও তিনি জানান।  

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার কারণ জানতে চাইলে তিতাসের এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, “ঈদুল ফিতরের কারণে অনেকেই রাজধানী ছেড়ে গ্রামে বা পরিবারের কাছে ফিরে গেছেন। এতে  চাহিদার তুলনায় সরবরাহ অনেকে বেড়ে গেলে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। তাছাড়া, গ্যাস লাইনের অনেক জায়গায় লিকেজ থাকায় গণ্ধ পাওয়া যেতে পারে। আমরা রাতের বেলা খবর পেয়েই কাজ শুরু করি। রাত ১২টার মধ্যেই সব স্বাভাবিক হয়ে যায়। এখন আর চুলা বন্ধ রাখতে হবে না।”

তিতাস গ্যাস পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে দাবি করে রাজধানীবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিতাস গ্যাস ট্রান্মমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক।

প্রসনঙ্গত, রামপুরা বাজার এলাকা থেকে গ্যাস ছড়িয়ে পড়ার খবর প্রথম আসে।  সেখানকার অনেক বাসিন্দা জানিয়েছেন, বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করে জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর পুলিশ জানায়, রামপুরার মোল্লাবাড়ী, রামপুরা বাজার ও তালতলা এলাকার রাস্তায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরাও গ্যাসের গন্ধ পাচ্ছেন। আমরা বিষয়টি তিতাসকে জানিয়েছি। আরও বেশ কয়েকটি এলাকার থানা পুলিশও এ বিষয়ে ফোন পাওয়ার কথা স্বীকার করেছে।

রাত ১০টার পর থেকে বিভিন্ন স্থান থেকে গ্যাসের গন্ধ পাওয়ার কথা জানিয়ে আতঙ্কিত নাগরিকদের ফোন আসছে বলে স্বীকার করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

তিনি জানান, সংশ্লিষ্ট জায়গাগুলোতে টিম পাঠিয়েছেন তারা। যারা ফোন করেছেন, তারা জানিয়েছেন, পাইপলাইন থেকে গ্যাস লিক করার পর যে ধরনের ঝাঁজাল গন্ধ বের হয়, তেমন গন্ধ পাওয়া যাচ্ছে।

এদিকে, রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায়  বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি  লিখেন, নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

Link copied!