চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষে ‘এবং বই’-এর ১৭তম সংখ্যা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৩:৪৫ এএম

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষে ‘এবং বই’-এর ১৭তম সংখ্যা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষে তাঁকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে লেখক ও গবেষক ফয়সাল আহমেদ সম্পাদিত বইবিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘এবং বই’-এর ১৭তম সংখ্যা (৫ম বর্ষ,  ৩য় সংখ্যা) প্রকাশিত হয়েছে। প্রচ্ছদে আলোকচিত্রী শহিদুল আলমের তোলা এস এম সুলতানের ছবি ব্যবহার করা হয়েছে।

পত্রিকাটির শুরুতে ‘শতবর্ষে সুলতান’ শিরোনামের লেখক ধ্রুব সাদিকের একটি রচনা রয়েছে।

এছাড়াও এ সংখ্যায় ভাষাবিষয়ক দশটি গুরুত্বপূর্ণ বই নিয়ে নিবন্ধ লিখেছেন আভিধানিক ও প্রাবন্ধিক রাজীব কুমার সাহা, প্রিয় দশ বই নিয়ে লিখেছেন সাংবাদিক ও গবেষক আমীন আল রশীদ। এছাড়াও রয়েছে ভারতীয় কথাসাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার।

বই আলোচনা লিখেছেন কথাশিল্পী আহমদ বশীর, অনুবাদক ও সমালোচক আলম খোরশেদ, সম্পাদক, গবেষক ড. কাজল রশীদ শাহীন, লেখক রাকিবুল রকি, শফিক হাসান ও জোবায়ের মিলন।

১২৮ পৃষ্ঠার ‘এবং বই’-এর মূল্য ১০০ টাকা। চিত্রকর সব্যসাচী হাজরার করা নামলিপিতে প্রচ্ছদ করেছেন রহিম রানা

সম্পাদক ও প্রকাশক ফয়সাল আহমেদ বলেছেন, কিছুটা বিলম্বে হলেও প্রতীক্ষায় থাকা প্রিয় পাঠকের হাতে প্রতিনিয়ত নতুনত্বে ভরপুর একটি সংখ্যা তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত, আমরা মনে করি বইয়ের এই নিয়মিত প্রকাশনার মূল শক্তি পাঠক। তাঁরা পাশে আছেন বলেই বই এখনো টিকে আছে।

Link copied!