একই রশিতে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত মরদেহ দুটি এক রশিতেই ঝুলছিল। ওই ঝুলন্ত দুই মরদেহের পাশে বসে কাঁদছিলো তাদের ১০ ও ৬ বছরের দুই অবুঝ সন্তান। শুক্রবার (৫ নভেম্বর)এমনই ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন। নিহতরা হলেন -চুনারুঘাটের আবদুর রউফ ও তার স্ত্রী মোছা. আলেয়া আক্তার।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, চুনারুঘাটের নরপতি গ্রামের ওই দম্পতি তার দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ওই বাচ্চা দুটি ঘরের তীরের সঙ্গে ঝুলে থাকতে দেখে চিৎকার করে কান্না করতে থাকেন। তাদের কান্নার শব্দে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পুরিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
চুনারুঘাট থানার ওসি আরও জানান, পরে হবিগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।
হত্যার কারণ বা মোটিভ সম্পর্কে কিছু জানা গেছে কিনা-এমন প্রশ্নের জবাবে আলী আশরাফ আরও বলেন, “তারা হত্যার স্বীকার হয়েছে নাকি আত্মহত্যা করেছে সেটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে শিগগিরই এর রহস্য জানা যাবে। এর জন্য পুলিশ ও পিবিআই একসঙ্গে কাজ করছে।”