কঠোর লকডাউনের তৃতীয় দিনে ৬২১ জন আটক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২১, ০৫:০৩ এএম

কঠোর লকডাউনের তৃতীয় দিনে ৬২১ জন আটক

সরকারি নির্দেশ অমান্য করে অযথা এবং অযৌক্তিক কারণে বাইরে বের হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর অভিযোগে রাজধানী থেকে কঠোর লকডাউনের তৃতীয় দিনে ৬২১ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিষেধ হলেও তা অমান্য করায় রাজধানীতে আইনশৃঙখলা বাহিনীর সমন্বিত অভিযানে লকডাউন এর তৃতীয় দিনে মোট ৬২১ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আইন অমান্য করায় গ্রেফতার বাদেও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এর আগে গত দুদিনে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে মোট ৮৭০ জনকে গ্রেফতার করে পুলিশ।

Link copied!