জুলাই ১৯, ২০২৩, ০৭:০৮ পিএম
বাংলাদেশ নির্বাচন কমিশন খুব শিগগিরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি দলের নেতাকর্মীদের প্রতি নির্বাচনের চন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
বুধবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় ‘কারো উসকানিতে পা না দেওয়ার‘ পরামর্শ দিয়ে নেতাকর্মীদেরে উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়। এজন্য তারা রাস্তায় নেমেছে। বিদেশি বা কারো উপদেশ-নির্দেশে আমরা চলব না। আমরা চলব সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন শিগগির নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নিন।”
বাংলাদেশ আর অন্ধকারে যাবে না উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, “২০০১ সালে আমরা অন্ধকারের বাংলাদেশ দেখেছি। সে সময় কিছু সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হতে দেখেছি। সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
গতকালের মতো বুধবারও টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা থেকেই শুরু হয় শোভাযাত্রা। সেখান থেকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে পর্যন্ত শোভাযাত্রা করে ক্ষমতাসীন দলটি।
আয়োজক সংগঠনের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি‘র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।