৭ই মার্চের সরকারি ক্রোড়পত্রে একাধিক ভুল!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০১:০৬ এএম

৭ই মার্চের সরকারি ক্রোড়পত্রে একাধিক ভুল!

প্রতিবছর ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় বিশেষ দিনে সরকারি দায়িত্বপ্রাপ্ত দপ্তর ক্রোড়পত্র প্রকাশ করে থাকে। সেই ধারাবাহিকতায় আজ ৭মার্চ রবিবার প্রথমবার `ঐতিহাসিক ৭ই মার্চ’ জাতীয় দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক সরকারি ক্রোড়পত্র প্রকাশ করা হয়। প্রকাশিত ক্রোড়পত্রে অন্যান্য বিষয়ের সাথে কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত `স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল’ কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে অপ্রত্যাশিতভাবে একাধিক ভুল দৃশ্যমান হয়।

১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণটি মঞ্চের সামনে থেকে শুনেছিলেন নির্মলেন্দু গুণ। কাব্যসমৃদ্ধ এই ভাষণকে এক অমর কবিতা হিসেবে বিবেচনা করে ভাষণের তাৎপর্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে কবি 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল' কবিতাটি লিখেছিলেন। যুক্তরাষ্ট্রের নিউজউইক ম্যাগাজিনেও এই ভাষণের কাব্যমান এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধুকে ‘পোয়েট অব পলিটিক্স’ উল্লেখ করে প্রচ্ছদ প্রকাশ করেছিলো।

ক্রোড়পত্রে দেখা যায়, কবি নির্মলেন্দু গুণের এই কবিতাটি ‘স্বাধীনতা এই কবিতাটি কিভাবে আমাদের হল’ শিরোনামে প্রকাশিত হয়েছে। যেখানে স্বাধীনতা শব্দের পরে (,)কমার ব্যবহার করা হয়নি এবং একই শিরোনামে ‘কীভাবে’ শব্দের বানান ‘কিভাবে’ ব্যবহার করা হয়েছে। প্রকাশিত ক্রোড়পত্রে যে ভয়ংকর ভুলটি হয় তা হলো ‘এই শব্দটির’ পরিবর্তে ‘এই কবিতাটি’ ব্যবহার করা হয়েছে।

এই প্রসঙ্গে জানতে কবি নির্মলেন্দু গুণ-এর সঙ্গে যোগাযোগ করা হলে জানান, এখনো বিষয়টি তার নজরে আসেনি। তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করে নিলেই পারতো, আমি কথা বলবো সংশ্লিষ্টদের সাথে।

এই বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ-এর প্রতিক্রিয়া জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Link copied!