‘৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২১, ০৫:০০ পিএম

‘৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন’

ঐতিহাসিক ৭ই মার্চ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যুদ্ধের সকল ধরনের নির্দেশনা প্রদান করেছিলেন। ৬৬-এর ছয় দফা আন্দোলনের পথ ধরেই ৭১-এর সশস্ত্র আন্দোলন গড়ে ওঠে। আর সে আন্দোনে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

‘ঐতিহাসিক ৭ই মার্চ’-এর উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, যখন বঙ্গবন্ধু দেশকে অর্থনৈতিক শক্তিশালী করার পথে এগোচ্ছিলেন, তখনই তাকে মেরে ফেলা হয়েছে। যে বাঙালিকে বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাঙালির হাতেই বঙ্গবন্ধু প্রাণ দিয়েছেন।

বিস্তারিত আসছে…

Link copied!