মার্চ ২, ২০২৪, ০৭:১৪ এএম
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল ১১ জনকে। তাদের মধ্যে ৬ জন সুস্থ হওয়ায় তাদের দ্রুতই ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এছাড়া বাকি ৫ জনের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই অগ্নিকান্ডের ঘটনায় মারা গেছেন দুই সংবাদকর্মী সহ মোট ৪৬ জন। আহতদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি হয় ১১ জন। নিহত হন ৪৬ জন।
আজ শনিবার বেলা ১১টার দিকে বেইলি রোডের বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিল। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে বলেছেন, এদের কেয়ার নেওয়ার কথা। চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এদের চিকিৎসার জন্য চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থ সহায়তা দিয়েছেন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১১ জনের মধ্যে ৬ জন সুস্থ থাকায় তাদের ছেড়ে দেওয়া হবে, ৫ জন থাকবেন। তাদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে।’