জানুয়ারি ১৪, ২০২৪, ০১:২১ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মোল্লাবাড়ি বস্তিতে গরিব মানুষের বাস ছিল। তারা সহায় সম্বল নিয়ে এখানেই থাকতো। তাদের ঘরবাড়ি পুড়ে গেছে এটা আসলেই মর্মান্তিক। এখন এই মানুষগুলো যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।
রবিবার (১৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে আগুনে পোড়া মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা দেখেছেন আগুনের ঘটনায় দুজনের মৃত্যুও হয়েছে। আমরা সেই অনাকাঙ্খিত মৃত্যুর জন্য সমবেদনা প্রকাশ করছি। দরিদ্র মানুষরা যাতে তাদের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে আমরা সেই ব্যবস্থা করছি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ড হয়েছে এটা একটা দুর্ঘটনা। এখানে কেউ কিছু করেছে কিনা সেটা তদন্ত হবে। যদি কেউ মনে করেন এখানে কিছু ঘটানো হয়েছে তাহলে যারা তদন্ত করার তারা তদন্ত করে বের করবে। ফায়ার সাভিসের তদন্ত রিপোর্ট পাওয়ার পর সব পরিষ্কার হওয়া যাবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এখানে ৩০০টি পরিবার বসবাস করতো তারা সবাই ক্ষতিগ্রস্থ। তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কম্বল দেওয়া হয়েছে এবং কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। আপাতত থাকার কোন রকম একটা ব্যবস্থা করা হয়েছে। আমরা আরও সুন্দর ব্যবস্থা কররবো।
তিনি বলেন, অনেকে অভিযোগ তুলেছে সরকারি সহযোগিতা ঠিকমত পাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কমিশনার একটা লিস্ট তৈরি করেছেন। আমাদের লোকাল নেতারা ও পুলিশ প্রশাসন এটা দেখাশোনা করছেন। যাতে ক্ষতিগ্রস্থ মানুষ ঠিকমত সাহায্য সহযোগিতা পায় আমরা সেটা লক্ষ্য রাখবো।
এর আগে গত শুক্রবার (১৩ জানুয়ারি) রাত তিনটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছিলেন তেজগাঁও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন।
তিনি বলেছিলেন, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে বস্তিতে আগুন লেগেছে। এতে দু’জন নিহত হয়েছেন, এছাড়াও দুই জন দগ্ধ হয়েছেন, তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।