এমপি আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন সেটা বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ১১, ২০২৪, ০৮:১৪ এএম

এমপি আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন সেটা বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ পুলিশ লাইনসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “এমপি আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন সেটা আমরা কখনোই বলিনি।”

মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, “এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় বলা হয়েছে তিনি চোরাচালানের সঙ্গে যুক্ত- এ বিষয়ে আপনারা কী মনে করছেন?” জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল এমপি আনার, সেটা আমরা কখনোই বলিনি।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় বলে আসছি ঝিনাইদহ সন্ত্রাসপূর্ণ একটি এলাকা। সেখানে সত্যিকারে কী হয়েছে, সেটা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করছি, তদন্তের পর আপনাদের সবকিছু জানাবো।”

Link copied!