বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২৪, ০৮:৪৮ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) ডিএমপির পুলিশ কমিশনার মো. মইনুল হাসানের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে গতকাল ১৮ আগস্ট বিকেল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন তিনি। পুলিশ কর্মকর্তা আরশাদের এহেন অপেশাদার কর্মকাণ্ডের কারণে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ক্ষুণ্ণ হয়েছে পুলিশের ভাবমূর্তিও। এরই পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Link copied!