জানুয়ারি ২২, ২০২২, ১১:৪১ পিএম
নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রতিমন্ত্রীর পদ খোয়ানোর পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে গেলেন এমপি মো. মুরাদ হাসান। সেখানে চাচার জানাজায় অংশ নিতে শনিবার বেলা ১১টার দিকে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এই এমপি সরিষাবাড়ীতে যান।
জানা গেছে, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার (৭৫) শুক্রবার রাত ১০টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ-সংলগ্ন বীরধানাকা এলাকার বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান। তার বাড়ি উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তিনি সম্পর্কে মুরাদ হাসানের চাচা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, চাচার জানাজায় অংশ নিতে শনিবার বেলা ১১টায় সাংসদ মুরাদ হাসান বড় ভাই বিচারপতি মাহমুদুল হাসানের সঙ্গে সরিষাবাড়ীতে পৌঁছান। প্রথমে তিনি প্রয়াত চাচা আমিনুর রহমান তালুকদারের উপজেলা পরিষদ-সংলগ্ন বাসায় যান। সেখানে কিছু সময় অতিবাহিত করার পর দুপুর ১২টায় সরিষাবাড়ী কলেজ মাঠে আমিনুর রহমানের প্রথম জানাজায় অংশ নেন।
এরপর এমপি নিজ গ্রাম দৌলতপুরে যান। সেখানে পৌঁছালে কর্মী-সমর্থকেরা ভিড় করেন। এমপি মুরাদের এক কর্মী বলেন, এমপি নিজ বাড়িতে আসার কারণে সকাল থেকে তার কর্মীরা ভিড় করেন। বিকেল সাড়ে ৪টায় তিনি ঢাকায় ফিরে যান।