জাবিতে বামপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২২, ০৩:৩০ পিএম

জাবিতে বামপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

দেশে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।  

রবিবার বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে নতুন কলা ভবন ও সমাজবিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় প্রগতিশীল ছাত্র সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন।  তারা প্রায় ত্রিশ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় যান চলাচল বন্ধ ছিলো।

প্রসঙ্গত,পূর্ব ঘোষণা ছাড়াই সরকার ৫ আগস্ট মধ্যরাত থেকে দেশে সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রোলে ৪৪ টাকা দাম বেড়েছে। এখন, একজন ক্রেতাকে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকায়, কেরোসিন ১১৪ টাকায়, অকটেন ১৩৫ টাকায় ও পেট্রোল ১৩০ টাকায় কিনতে হবে। শুক্রবার রাত ১২ টার পর এ দাম কার্যকর করা হয়েছে।

Link copied!